• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৪-৬-২০২৪, সময়ঃ সন্ধ্যা ০৬:৩৬

ফুলছড়িতে জেন্ডার, নারী অধিকার ও মানবাধিকার এবং জলবায়ু বিষয়ক প্রশিক্ষণ



ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার ফুলছড়িতে জেন্ডার নারী অধিকার ও মানবাধিকার এবং জলবায়ু বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। 

বেসরকারি সংস্থা এসকেএস ফাউন্ডেশনের কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি (ক্রিয়া) প্রকল্পের বাস্তবায়নে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় উপজেলা জেন্ডার সমতা ও জলবায়ু জোট এবং ক্লাইমেট একশন গ্রুপের সদস্যদের অংশগ্রহণে সোমবার সকালে ফুলছড়ি উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে দুইদিন ব্যাপী এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। 

উপজেলা জেন্ডার সমতা ও জলবায়ু জোটের (জিকা) সভাপতি এস.এম ইব্রাহিম আলীর সভাপতিত্বে ক্রিয়া প্রকল্পের সমন্বয়কারী লাভলী খাতুনের সঞ্চালনায় প্রশিক্ষণে বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শফিকুল ইসলাম, এসকেএস ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর উম্মে কুলছুম ইলা, ইএসডিও’র কো-অর্ডিনেটর আবুল হাসেম, ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিনুল হক, এসকেএস ফাউন্ডেশনের ক্রিয়া প্রকল্পের ফ্যাসিলিটেটর সুলতানা বাহার, নারী নেত্রী বিথী বেগম, ইয়ারন বেগম প্রমুখ। প্রশিক্ষণে জিকা কমিটির ২১জন সদস্য অংশগ্রহণ করেন।