• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২২-৬-২০২৪, সময়ঃ সকাল ১০:২৬

রাতে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ



ক্রীড়া ডেস্ক►

অ্যান্টিগায় টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের সুপার এইট পর্বের খেলায় আজ (শনিবার, ২২ জুন) রাতে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।

সুপার এইট পর্বে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে পরাজয়ের ক্ষত ভুলে নতুন উদ্যামে শুরুর লক্ষ্য বাংলাদেশ দলের। সেমিফাইনালে খেলার আশা টিকিয়ে রাখতে এই ম্যাচে জিততেই হবে বাংলাদেশকে।

অন্যদিকে, ভারতের লক্ষ্য সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখা। অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়। 

টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের গ্রুপ পর্ব থেকে শুরু করে সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচ, সব জায়গাতেই বাংলাদেশকে ভুগিয়েছেন টপ অর্ডার ব্যাটসম্যানরা। বড় আসরে সাফল্য পেতে হলে প্রতিটি দলকে তিনটি বিভাগেই সমানভাবে ভালো খেলতে হয়। কিন্তু, বাংলাদেশ দলের টপ অর্ডার ব্যাটসম্যানরা রান না করে উল্টো চাপে ফেলে আসছে। 

ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে সুপার এইট পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচের আগেও বাংলাদেশ দলের বড় চিন্তা এটি। ম্যাচের আগের দিন অনুশীলন করেনি বাংলাদেশ। হোটেলেই ভারতের হারানোর রণ কৌশল ঠিক করেছে টিম ম্যানেজমেন্ট। ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামের পিচ সম্পর্কে ধারণা অজিদের বিপক্ষে ম্যাচ থেকে পেয়েছে বাংলাদেশ দল। খেলার ক্লান্তি কাটাতে আরেক ম্যাচের আগে খেলোয়াড়দের বিশ্রামেই রেখেছে টিম ম্যানেজমেন্ট। 

প্রথমবারের মতো সুপার এইট পর্বে ওঠা বাংলাদেশ দলের লক্ষ্যটা আরো এক ধাপ উপরে নিতে, অর্থাৎ সেমিফাইনালে খেলতে হলে ভারতের বিপক্ষে ম্যাচ জিততেই হবে। কাজটা কঠিন তবে অসাধ্য কিছু নয় বলে মনে করেন সহ অধিনায়ক তাসকিন আহমেদ। 

অন্যদিকে, আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে সুপার এইট পর্ব শুরু করেছে ভারতীয় দল। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরের চ্যাম্পিয়নদের প্রথম সারির ব্যাটসম্যান রোহিত শর্মা, বিরাট কোহলিরা কেউ নিজেদের সেরাটা খেলতে পারছেন না। সব শেষ আফগানিস্তানের বিপক্ষে ম্যাচেও তারা কেউ বড় রান করতে পারেনি। বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগের দিন ঐচ্ছ্বিক অনুশীলন থাকলেও, কয়েকজন এসেছিলেন নিজেদের প্রস্তুতি নিতে। জয় নিয়ে সেমিফাইনালে খেলার পথে এগিয়ে থাকার ব্যাপারে আশাবাদী ভারত।

টি- টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে এই পর্যন্ত বাংলাদেশ ও ভারত চারবার মুখোমুখি হয়েছে। প্রতিবারই জিতেছে ভারত।