• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৯-৬-২০২৪, সময়ঃ বিকাল ০৪:০৩

পাহাড় ধসে ৮ রোহিঙ্গাসহ ৯ জনের মৃত্যু



মাধুকর ডেস্ক ►

রোহিঙ্গা শিবিরে পাহাড় ধসে আটজন রোহিঙ্গা ও একজন স্থানীয়সহ নয়জনের মৃত্যু হয়েছে। প্রবল বর্ষণের কারণে কক্সবাজারের উখিয়ার চারটি রোহিঙ্গা শিবিরে আজ বুধবার (১৯ জুন) ভোরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উখিয়ার বালুখালীর ৮ নম্বর রোহিঙ্গা শিবিরের মো. আনোয়ারের ছেলে মো. হারেজ (৫), ৯ নম্বর রোহিঙ্গা শিবিরে বসবাসরত চট্টগ্রামের সাতকানিয়া কেরানীহাটের আলী জহুরের ছেলে মো. হোসেন আহম্মেদ (৫০), একই শিবিরের রোহিঙ্গা আলী জোহারের মেয়ে আনোয়ারা বেগম (১৮), জামালের ছেলে মো. সালমান (৩), ১০ নম্বর বালুখালী রোহিঙ্গা শিবিরের আবুল কালাম (৫৭), মতির রহমানের মেয়ে সলিমা খাতুন (৪২), আবুল কালামের ছেলে আবু মেহের (২৪), শরিফ হোসেনের মেয়ে জানু বিবি (১৯) ও থাইংখালীর ১৪ নম্বর রোহিঙ্গা শিবিরের শাহা আলমের ছেলে আব্দুল করিম (১২)।

কক্সবাজার অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. শামসু দ্দৌজা জানান, প্রবল বর্ষণের কারণে উখিয়ার চারটি রোহিঙ্গা শিবিরে পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে আটজন রোহিঙ্গা ও একজন স্থানীয় বাসিন্দা মারা গেছেন।