• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১২-৬-২০২৪, সময়ঃ সন্ধ্যা ০৬:১৬

গাইবান্ধায় শিক্ষার্থীদের বৃক্ষরোপনে আগ্রহী করতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা



নিজস্ব প্রতিবেদক►

‘করবো ভুমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা‘ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গাইবান্ধায় শিশু শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

আজ (বুধবার, ১২ জুন) পরিবেশ আন্দোলন গাইবান্ধার আয়োজনে শহরের জুবলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের মধ্যে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগীতা শেষে বিজয়ীদেও মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। 

এসময় বক্তব্য দেন পরিবেশ আন্দোলনের আহবায়ক ওয়াজিউর রহমান রাফেল, পাবলিক লাইব্রেরী এন্ড ক্লাবের সাধারণ সম্পাদক জিয়াউল হক জনি, বাচিক শিল্পী দেবাশীষ দাস দেবু, সাংবাদিক রিকতু প্রসাদ ও নারী নেত্রী মিতা হাসান। 

বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছপালার ভুমিকা নতুর প্রজন্মের কাছে তুলে ধরে বলেন, বেশি বেশি গাছ লাগাতে নতুন প্রজন্মকে উৎসাহিত করে তুলতে হবে। শেষে সকল শিক্ষার্থীদের নিয়ে বিদ্যালয়ের প্রাঙ্গনে ফলদ, বনজ বৃক্ষরোপন করা হয়।