- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ৭-২-২০২৪, সময়ঃ সন্ধ্যা ০৬:৫৯
সাদুল্লাপুরে পাট উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ
সাদুল্লাপুর প্রতিনিধি ►
সাদুল্লাপুর উপজেলায় দুই দিনব্যাপী পাট উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ-২০২৪ শুরু হয়েছে। এতে প্রতিদিন ৭৫ জন করে মোট ১৫০জন কৃষক অংশ গ্রহণ করবেন।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতায় পাট অধিদপ্তর কর্র্তৃক বাস্তবায়নাধীন “উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ” শীর্ষক প্রকল্পের আওতায় উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর এই প্রশিক্ষনের আয়োজন করে।
আজ বুধবার উপজেলা পরিষদ মিলানায়তনে অত্র অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাওছার হাবীব এই কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি আব্দুল জলিল সরকার, গাইবান্ধা জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মাজেদুল ইসলাম, উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা মিথুন কুমার সরকার প্রমূখ।
প্রশিক্ষন প্রদান করেন পাট অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন ও অর্থ) মো: কামাল উদ্দিন, রংপুর বিভাগীয় পাট অধিদপ্তরের সহকারী পরিচালক মো: সোলায়মান আলী, উপজেলা কৃষি কর্মকর্তা মো: মতিউল আলম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহবুবুল আলম বসুনিয়া, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মাজেদুল ইসলাম।