• মাধুকর প্রতিনিধি
  • ৫ ঘন্টা আগে

সুন্দরগঞ্জে শিক্ষার্থীদের মাঝে দুর্যোগ সহনশীল শিক্ষা উপকরণ বিতরণ



তিস্তা আকন্দ, সুন্দরগঞ্জ►

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় স্কুল লেড কমিউনিটি রেজিলেন্স টু ডিজাষ্টার এন্ড ক্লাইমেট রিস্ক (SLCRDCR-||) প্রকল্পের আয়োজনে বেলকা এমসি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে দুর্যোগ সহনশীল শিক্ষা উপকরণ বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে।

আজ (সোমবার, ২৮ এপ্রিল) বিদ্যালয় মাঠে বেসরকারি উন্নয়ন সংস্থা এসকেএস ফাউন্ডেশনের বাস্তবায়নে মুসলিম এইড ইউকে বাংলাদেশ কান্টি অফিসের আর্থিক ও কারিগরি সহায়তায় (SLCRDCR-||) প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ছাতা ও স্কুল ব্যাগ বিতরণ করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আহসান হাবীব সরকারের সভাপতিত্বে উপকরণ বিতরণ পূর্ব এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন ভারপ্রাপ্ত উপজেলা নিবার্হী অফিসার ও সহকারি কমিশনার ভুমি মো. মাসুদুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমির মো. মাজেদুর রহমান, উপজেলা জামায়াতের আমির মো. শাহিদুল ইসলাম মঞ্জু, উপজেলা বিএনপির সদস্য সচিব মো. মাহমুদুল ইসলাম প্রামানিক, বেলকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিলুল্যাহ, মুসলিম এইড ইউকে বাংলাদেশ কান্টি অফিসের প্রকল্প কর্মকর্তা প্রসেনজিত রায়, (SLCRDCR-||) প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক আফরুজা বুলবুল প্রমুখ। বিদ্যালয়ের সহকারি শিক্ষক  মো. রেজাউল ইসলাম রানার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নান আকন্দ, পঞ্চানন্দ আরইউ দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মো. শহিদুল ইসলাম, বেলকা এমসি উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম, (SLCRDCR-||) প্রকল্পের টেকনিকেল অফিসার রুশেল মিস্ত্রী রতন, স্কুল ফ্যাসিলিটেটর এস এম মাসুদুর রহমান, শিউলী আকতারসহ শিক্ষক, রাজনৈতিক নেতাকর্মীগণ।  

জানা গেছে, স্কুল লেড কমিউনিটি রেজিলেন্স টু ডিজাষ্টার এন্ড ক্লাইমেট রিস্ক (SLCRDCR-||) প্রকল্পের আওতাভূক্ত উপজেলার বেলকা এমসি উচ্চ বিদ্যালয়, বেলকা মজিদপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়, পঞ্চানন্দ আর ইউ দাখিল মাদ্রাসা, কছিম বাজার উচ্চ বিদ্যালয়, চর বেলকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের মাঝে দুর্যোগ সহনশীল শিক্ষা উপকরণ ছাতা ও স্কুল ব্যাগ বিতরণ করা হবে।