• মাধুকর প্রতিনিধি
  • ৫ ঘন্টা আগে

গাইবান্ধায় জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন



নিজস্ব প্রতিবেদক►

‘দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই’-এই প্রতিপাদ্যে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গাইবান্ধায় জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে আজ (সোমবার, ২৮ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে জেলা আদালত প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। এতে বিচারক, আইনজীবী, লিগ্যাল এইড কমিটির সদস্য, এনজিওকর্মী, বিচার বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিচারপ্রার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে আদালত প্রাঙ্গনে আলোচনা সভায় মিলিত হয়।

জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান, সিনিয়র জেলা ও দায়রা জজ মো. রেজাউল করিম সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন গাইবান্ধা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক, সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইফতেখার বিন আজিজ, জেলা ম্যাজিস্ট্রেসির কর্ণধার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মারুফ হোসেন, জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার বিদ্রোহ কুমার কুণ্ডু, সিভিল সার্জন ডা. মো. রফিকুজ্জামান, জেলা আইনজীবী সমিতির আহ্বায়ক সেকেন্দার আজম প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে উপকারভোগীদের মধ্যে বক্তব্য দেন শাহীনা আক্তার ও সনি বেগম। অনুষ্ঠানে অ্যাডভোকেট মাসুদুর রহমান বিশ্বাস ও হযরত আলীকে সেরা আইনজীবীর সম্মাননা স্মারক প্রদান করা হয়। জেলা লিগ্যাল এইড অফিসার মাসুমা খানম যুথি এবং সহকারী জজ ও জাজ ইনচার্জ আবু রায়হান যৌথভাবে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, আর্থিকভাবে অক্ষম, নির্যাতিত ও প্রান্তিক জনগণের ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার বিনামূল্যে আইনগত সহায়তা প্রদান করছে। এ উদ্যোগের মাধ্যমে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা, দ্বন্দ্ব নিরসন এবং সামাজিক শান্তি বজায় রাখতে সহায়তা করছে। দরিদ্র মানুষ তার ন্যায়বিচার থেকে বঞ্চিত হবে না। তাদের সব ধরনের আইনি সহায়তা দিতে সরকার তাদের পাশে আছে। এই বার্তাটা সবার কাছে পৌঁছে দিতে সবাইকে যার যার জায়গা থেকে কাজ করতে হবে। আমরা যদি সেই কাজটা করতে পারি তাহলে দিবসটি সার্থক হবে।