• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৭-৪-২০২৫, সময়ঃ বিকাল ০৩:২৩

গাইবান্ধায় ইজিবাইক চালক আনিছুর হত্যার বিচারের দাবিতে সড়ক অবরোধ



নিজস্ব প্রতিবেদক►

গাইবান্ধায় ইজিবাইক চালক আনিছুর রহমান ঠান্ডা হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। এসময় আগামী ২৪ ঘণ্টার মধ্যে আসামীদের গ্রেপ্তার করার আল্টিমেটাম দেন তারা।

আজ (রবিবার, ২৭ এপ্রিল) সকাল ১০টার দিকে শহরের আসাদুজ্জামান মার্কেটের সামনে মানববন্ধনে মিলিত হন আনিছুর রহমান ঠান্ডার স্বজন, এলাকাবাসী ও সহকর্মীরা। একপর্যায়ে সড়কে নেমে পড়েন তারা। বেলা পৌনে ১২টার দিকে তারা ট্রাফিক মোড়ে অবস্থান নিয়ে ডিবি রোড অবরোধ করে বিক্ষোভ করেন। এসময় ডিবি রোডের যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে দুপুর ১২টার দিকে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদারের আশ্বাসে কর্মসূচি শেষ করেন বিক্ষোভকারীরা।

এর আগে এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, ২৪ ঘণ্টার মধ্যে আনিছুর রহমান ঠান্ডা হত্যাকারীদের গ্রেপ্তার করতে হবে। অন্যত্থায় সবাইকে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। শহরে পুলিশের টহল জোরদারের দাবি জানিয়ে বক্তারা বলেন, সম্প্রতি শহরে চুরি, ছিনতাইয়ের মতো ঘটনা বেড়েই চলেছে। কিন্তু এসব দমনে আইনশৃঙ্খলা বাহিনী নির্বিকার। বক্তারা আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদারেরও দাবি জানান। 

মানববন্ধনে বক্তব্য দেন নিহত আনিছুর রহমান ঠান্ডার স্ত্রী কবিতা বেগম, ছেলে প্রান্ত, চাচা জাহাঙ্গীর আলম, শ্রমিক নেতা রেজাউন্নবী রাজু, রফিকুল ইসলাম, গাইবান্ধা পত্রিকা বিতানের সত্ত্বাধিকারী আব্দুর রহমান, ইজিবাইক সংগ্রাম পরিষদের নেতা লাভলু মিয়া, প্রতিবেশী আব্দুল লতিফ, ওমর ফারুক প্রমুখ।

গত বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে শহরের স্টেডিয়াম সংলগ্ন সড়কে চালক আনিছুর রহমান ঠান্ডাকে ছুরিকাঘাত করে ইজিবাইক নিয়ে যায় ছিনতাইকারীরা। পরে ওইদিন সকাল ৯টার দিকে রংপুরে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ মামলায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। 

উল্লেখ্য, আনিছুর রহমান ঠান্ডা সদর উপজেলার গিদারী ইউনিয়নের কিশামত ফলিয়া গ্রামের মৃত হামিদ মিয়ার ছেলে। তিনি শহরে ব্যাটারিচালিত ইজিবাইক চালক ছিলেন। তারও আগে তিনি শহরে পত্রিকা বিক্রির কাজ করতেন।