• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৩-৪-২০২৫, সময়ঃ রাত ০৮:০৫

সুন্দরগঞ্জে বিএনপি নেতা মঞ্জুর ফাঁসির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন



তিস্তা আকন্দ, সুন্দরগঞ্জ►

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ.এস.এম রুহুল আমিন মঞ্জুর বিরুদ্ধে মানবতাবিরোধী মামলার ফরমায়েশি ফাঁসির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ (বুধবার, ২৩ এপ্রিল) বিকেলে উপজেলার মাঠের হাটে এ কর্মসূচি পালন করেন বিএনপি ও সহযোগি সংগঠনের নেতা-কর্মী, সমর্থক এবং এলাকাবাসী।

মানববন্ধন চলাকালীন সময়ে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম জিন্নাহ, উপজেলা বিএনপির আহবায়ক মো. বাবুল আহমেদ, কঞ্চিবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বিএনপির নেতা মো. মনোয়ার আলম সরকার, বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপির আহবায়ক এস এম গফফার মোল্লা, শ্রীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আযহারুল ইসলাম মুকুল, বিএনপি নেতা বারিকুর ইসলাম, মঞ্জুর কানাডা প্রবাসি কন্যা জিনাত আলম প্রমুখ। মানববন্ধনে হাজারও মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা মঞ্জুর বিরুদ্ধে রাজনৈতিকভাবে প্রতিহিংসামুলক মিথ্যা মামলার ফরমায়েশি ফাঁসির আদেশ প্রত্যাহারের জোর দাবি জানান।