- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২২-৪-২০২৫, সময়ঃ রাত ০৮:৫৮
কবি সরোজ দেব স্মারক সম্মাননা পাচ্ছেন রোমেলসহ ১০ জন
নিজস্ব প্রতিবেদক►
জাতীয় দৈনিক সময়ের আলোর গাইবান্ধা জেলা প্রতিনিধি, কনসেপ্ট ইনোভেটিভ কম্যুনিকেশন-এর কর্ণধার গ্রাফিক্স ডিজাইনার কায়সার রহমান রোমেলকে ‘সরোজ দেব স্মারক সম্মাননা’ দিচ্ছে বনলতা সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ। গাইবান্ধার মুদ্রণশিল্প-গ্রাফিক্স ডিজাইনসহ সাহিত্য-সংস্কৃতির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে অবদান রাখায় রোমেলসহ আরও ১০ জনকে এ সম্মাননা প্রদান করবে বনলতা।
আজ (মঙ্গলবার, ২২ এপ্রিল) মাধুকর ডট নিউজকে এ তথ্য জানিয়েছেন বনলতা সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সভাপতি পিটু রশিদ।
তিনি জানান, আগামি শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে গাইবান্ধা পৌরপার্কের শহিদ মিনার চত্ত্বরে প্রয়াত কবি সরোজ দেব স্মরণে ‘রোদে ভিজে বাড়ি ফেরা’ শীর্ষক অনুষ্ঠানে তাদের হাতে সরোজ দেব স্মারক সম্মাননা তুলে দেওয়া হবে। শহিদ মিনার চত্ত্বরে ওইদিন সকাল ১০টায় আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতা এবং বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে আলোচনা, স্বরচিত কবিতা পাঠ, স্মরণিকা ‘মুখ’র মোড়ক উন্মোচন, সম্মাননা প্রদান, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক পরিবেশনা।
সম্মাননা প্রাপ্তরা হলেন- সাহিত্যে মোহাম্মদ আলী (ইবনে সিরাজ), কবিতায় সুলতান উদ্দিন আহমেদ, নাটকে বিপুল দেব, সাহিত্যে মুকুল রায়, কাব্যগ্রন্থে ফেরদৌসী বেগম বিউটি, আবৃত্তিতে নারায়ণ চন্দ্র বর্মা, সাংবাদিকতায় রজতকান্তি বর্মন, অংকনে শেখ জিয়াউল করিম টিপু, গ্রাফিক্সে আশিকুর রহমান ইমন ও কায়সার রহমান রোমেল।