• মাধুকর প্রতিনিধি
  • ১৭ ঘন্টা আগে

গাইবান্ধার সাবেক এমপি শাহ সারোয়ার কবীর গ্রেপ্তার



সুলতান মাহমুদ, দিনাজপুর►

গাইবান্ধা-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) এবং জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ সারোয়ার কবীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

আজ (মঙ্গলবার, ১৫ এপ্রিল) রাত ৯ টার দিকে দিনাজপুর শহরের ঈদগাহ আবাসিক এলাকায় তার বড় বোনের বাসা দীবা গার্ডেন বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

দিনাজপুরের পুলিশ সুপার মারুফাত হুসাইন মারুফ এ তথ্য নিশ্চিত করেছেন। 

গত তিন মার্চ থেকে সাবেক এই সংসদ সদস্য ও গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ সারোয়ার কবীরের ভগ্নিপতি দিনাজপুর শিক্ষা বোর্ডের সাবেক উপবিদ্যালয় পরিদর্শক ও বড় বোন দিনাজপুর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত প্রফেসর আফরোজা পারভীন কবির দম্পতির বাড়িতে আত্মগোপনে ছিলেন।

দিনাজপুরের পুলিশ সুপার মারুফাত হুসাইন মারুফ বলেন ,গত ৫ আগস্ট পরবর্তী সময়ে এই সংসদ সদস্যের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় হত্যা মামলাসহ দুটি মামলা দায়ের করা হয়েছে । সেই মামলার এজাহার নামীয় আসামি তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, গ্রেপ্তার হওয়ার পর পুলিশের  প্রাথমিক জিজ্ঞাসাবাদে সকল তথ্য সঠিক প্রদান করায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ইতিমধ্যেই গাইবান্ধা জেলা পুলিশকে সাবেক সংসদ সদস্য শাহ সারোয়ার কবিরকে গ্রেফতারের সংবাদ জানানো হয়েছে। গাইবান্ধা জেলা পুলিশের নেতৃত্বে একদল পুলিশ দ্রুত সময় দিনাজপুরে আসবে।  গাইবান্ধা সদর থানায় পুলিশ আসলেই  আসামি সাবেক সংসদ সদস্য শাহ সারোয়ার কবীরকে হস্তান্তর করা হবে।