- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ১-৪-২০২৫, সময়ঃ বিকাল ০৩:০১
জুলাই কন্যাদের সম্মানজনক পুরস্কার নিয়ে যা জানাল যুক্তরাষ্ট্র
মাধুকর ডেস্ক ►
২০২৪ সালের জুলাই-আগস্ট বিক্ষোভে অংশগ্রহণকারী সাহসী নারী শিক্ষার্থীদের সম্প্রতি পুরস্কৃত করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। মর্যাদাপূর্ণ ও সম্মানজনক ‘ম্যাডেলিন অলব্রাইট অনারারি গ্রুপ অ্যাওয়ার্ড’ পেয়েছেন সাহসী নারীরা। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির মতে, একটি উজ্জ্বল ভবিষ্যত গড়ে তোলার জন্য আন্দোলনে ভূমিকা রাখা সাহসী নারীদের স্বীকৃতি দেওয়া হয়েছে।
স্থানীয় সময় সোমবার নিয়মিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ট্যামি ব্রুস। পুরস্কারপ্রাপ্ত নারীরা শান্তি, ন্যায়বিচার, মানবাধিকার এবং নারী ও মেয়েদের ক্ষমতায়নের সমর্থক বলেও জানান তিনি।
এ দিনের ব্রিফিংয়ে ফ্যাসিবাদী হাসিনা সরকারের বিরুদ্ধে ২০২৪ সালের আন্দোলনের জন্য বাংলাদেশি মেয়েরা পুরস্কার পাচ্ছেন, এ বিষয়ে ট্যামি ব্রুসের মতামত জানতে চান এক সাংবাদিক।
জবাবে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, তারা আজ (১ এপ্রিল) পুরস্কার পাচ্ছেন। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এখানে পররাষ্ট্র দফতরে ১৯তম বার্ষিক আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার অনুষ্ঠানের আয়োজন করছেন।
তিনি আরও বলেন, ২০২৫ সালের এই অনুষ্ঠানে আটজন সাহসী ও অসাধারণ নারীকে স্বীকৃতি দেওয়া হবে। বিশ্বজুড়ে ম্যাডেলিন অলব্রাইট অনারারি গ্রুপ আইডব্লিউওসি পুরস্কার প্রাপকদের স্বীকৃতি দেওয়া হবে যারা সকলের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যত গড়ে তোলার জন্য কাজ করছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আইডব্লিউওসি পুরস্কার বিশ্বজুড়ে সেইসব নারীদের স্বীকৃতি দেয় যারা ব্যতিক্রমী সাহস, শক্তি এবং নেতৃত্ব প্রদর্শন করেছেন। তাদের প্রচেষ্টার ফলে প্রায়শই তারা নিরাপত্তার জন্য বড় ধরনের ব্যক্তিগত ঝুঁকির সম্মুখীন হন।