• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৩১-৩-২০২৫, সময়ঃ রাত ০৭:২৩

প্রাইভেট কার ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৬ জন আহত



নিজস্ব প্রতিবেদক

প্রাইভেট কার ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৬ জন আহত হয়েছে। এদের মধ্যে গুরুত্বর আশংকাজনক অবস্থায় ৪ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
 

‎আজ বিকেলে সদর উপজেলার গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের সড়ক ভবন এলাকায় এ ঘটনা ঘটে।

‎পুলিশ ও স্থানীয়রা জানান, দিনাজপুর থেকে প্রথমে বাসে পরে ঘোড়াঘাট থেকে সিএনজি নিয়ে গাইবান্ধা আসছিলেন দিনাজপুরের ৫ ব্যক্তি। পথে সড়ক ভবন এলাকায় আসলে অপরদিক থেকে আসা একটি প্রাইভেট কারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়ে মুছড়ে যায় প্রাইভেট কার ও সিএনজি।

‎এতে প্রাইভেটকারের চালক ও সিএনজিতে থাকা ৫ ব্যক্তি আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করলে সিএনজির ৪ যাত্রীর অবস্থা গুরুতর হয়।

‎আহত ৫ জন দিনাজপুর সদরের উপ শহরের বাসিন্দা। ঈদের দাওয়াতে তারা গাইবান্ধা শহরের সরকারপাড়ায় আসার পথে এই দুর্ঘটনা ঘটে ।