• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৩১-৩-২০২৫, সময়ঃ সকাল ১১:৪৯

রংপুর কালেক্টরেট ঈদগাহে জেলার প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত



মাধুকর ডেস্ক

রংপুর কালেক্টরেট ঈদগাহে জেলার প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১শে মার্চ) সকাল সাড়ে ৮ টায় ঈদের জামাত শুরু হয়। ঈদুলফিতরের নামাজে ইমামতি করেন রংপুর কেরামতিয়া জামে মসজিদের খতিব মাওলানা মো: বায়েজীদ হোসাইন।

রংপুর কালেক্টরেট ঈদগাহে নামাজ আদায় করেন রংপুরের বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম, রংপুরের জেলাপ্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল-সহ স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি। নামাজ ও খুতবা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়।