- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
গাইবান্ধায় সনাতন ধর্মাবলম্বীদের দোল পূর্ণিমা উদযাপন
বিমল চন্দ্র বর্মন►
দিনব্যাপী নানা আয়োজনে গাইবান্ধায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দোল পূর্ণিমা বা হোলি উৎসব উদযাপন করা হয়েছে। এ উৎসব উপলক্ষে আজ (শুক্রবার, ১৪ মার্চ) সদর উপজেলার সরকারটারি গ্রামে হরিবাসর প্রাঙ্গনে অবস্থিত প্রার্থনালয়ে ঘট স্থাপন ও পূজা-অর্চনা অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন প্রান্তের সনাতন ধর্মালম্বীরা অংশ নেন।
পরে তারা রং খেলায় মেতে ওঠেন। তাদের গালে মুখে দেখা যায় আবিরের রং। মেখেছে সারা গায়েও। কেউ স্বেচ্ছায় রং মাখছেন আবার কাউকে জোর করে মাখিয়ে দিচ্ছে অন্যরা। এতে চারদিকে রঙের ছড়াছড়িতে মেতে ওঠে সনাতন ধর্মাবলম্বীরা।
সনাতন ধর্মাবলাম্বীরা জানান, এই দিনে শ্রী কৃষ্ণ বেত্রাসুর নামে এক অত্যাচারি অসুরকে হত্যা করে তার রক্তে হোলি খেলেছিলেন। আবার ফাল্গুনী পূর্ণিমা তিথির এই দিনে শ্রী কৃষ্ণ আবির ও গুলাল নিয়ে তার সখী রাধা ও তেত্রিশ হাজার গোপীর সঙ্গে রঙ ছোড়াছুড়ির খেলায় মেতেছিলেন। এ জন্য হিন্দুধর্মাবলাম্বীরা বহু আগে থেকেই দোলযাত্রা বা হোলি উৎসব উদ্যাপন করে আসছেন।
এদিন সকালে পূজা-অর্চনা শেষে শুরু হয় কীর্তন। এতে অংশ নেয় জেলার বিভিন্ন অঞ্চলের ৭টি দল। দলগুলো হলো- শ্রীযুক্ত বাবু রনজিৎ কুমার বর্মন (পবনাপুর), শ্রীযুক্ত বাবু দক্ষিণা রঞ্জন বর্মন (ভেলাকোপা), শ্রীযুক্ত বাবু বাবলু চন্দ্র সরকার (সাদুল্লাপুর), শ্রী রিংকু সরকার (রাধাকৃষ্ণপুর), শ্রীযুক্ত বাবু অহেন্দ্র নাথ সরকার (কাশিয়াবাড়ী), শ্রীযুক্ত বাবু কান্তি ভূষণ বর্মন (সরকারটারি) ও শ্রীযুক্ত বাবু নিরাশা বর্মন (সরকারটারি)।