- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২৪-২-২০২৫, সময়ঃ রাত ০৮:৩৩
ক্ষমতায় থেকে দল গঠন করলে জনগণ মেনে নেবে না : হারুনুর রশীদ
নিজস্ব প্রতিবেদক►
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ বলেছেন, ক্ষমতায় থেকে দল গঠন করলে জনগণ মেনে নেবে না। এতে দেশে অস্থিরতা বাড়বে। নতুন করে সংকট তৈরি হবে। স্থিতিশীলতা নষ্ট হবে। রাজনৈতিক দল গঠন করতে চাইলে ক্ষমতা ছেড়ে দিয়ে মাঠে আসুন। আমরা স্বাগত জানাবো।
আজ (সোমবার, ২৪ ফেব্রুয়ারি) বিকেলে গাইবান্ধা পৌর শহীদ মিনার চত্বরে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণাসহ বিভিন্ন দাবিতে জেলা বিএনপি এ সমাবেশের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক।
প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে হারুনুর রশীদ বলেন, আপনি ৫ আগস্টের পরে ক্ষমতায় এসেছেন, আমরা আপনাকে সহযোগিতা করছি। আপনার প্রধান দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে, বাংলাদেশকে একটি গণতান্ত্রিক যাত্রা পথে নিয়ে যাওয়া। এর বিকল্প অন্য কোনো পথ যদি ধরেন, তাহলে জনগণ আপনাদের ছাড় দেবে না। আগামী রমজানের মধ্যে নির্বাচনি রোডম্যাপ ঘোষণা না দিলে ঈদের পর আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
জামায়াতে ইসলামীর সমালোচনা করে তিনি বলেন, জামায়াতের মৌলভীদের দেখছি, বিভিন্ন জায়গায় তাফসির মাহফিলের নামে দলীয় সভা করছে। এটা মুনাফেকি, এটি জনগণের সাথে প্রতারণা। তাফসির করবেন, সেখানে কোরআন হাদিসের আলোকে আলোচনা করবেন। কিন্তু তারা তাফসির করতে গিয়ে, উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে বলছে, কারা কারা ইসলামের পক্ষে আছেন। এরপর বলা হচ্ছে, কারা কারা বুলবুল ভাইয়ের পক্ষে আছেন। এমন কর্মকাণ্ড মুনাফেকি ছাড়া কিছুই না। তারা যেকোন অপরাধ করলে সে বিষয় তুলে ধরলেই ধর্মীয় বিদ্বেষী আখ্যা দিয়ে যাচ্ছে বলেও যোগ করেন তিনি।
আওয়ামী লীগ প্রসঙ্গে হারুনুর রশীদ বলেন, শেখ মুজিবুর রহমান যে আওয়ামী লীগের জন্ম দিয়েছিলেন, শেখ হাসিনা সে নৌকাকে ডুবিয়ে দিয়ে গেছে। এই নৌকা আর বাংলাদেশে জাগ্রত হবে না। তাদের অপকর্মের সমস্ত বিচার এই বাংলার মাটিতেই নিশ্চিত করা হবে।
আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে উত্তরাঞ্চলের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে জানিয়ে তিনি বলেন, পতিত স্বৈরাচার ভারতের কাছ থেকে তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায় করতে পারেনি। এ কারণে দেশের উত্তরাঞ্চলে তিস্তা পাড়ের পুরো এলাকা মরুভূমিতে পরিণত হয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায়ে জাতিসংঘের কাছে যাবে এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং গাইবান্ধাসহ উত্তরাঞ্চলের নদী ভাঙন সমস্যা দূর করবে।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপির রংপুর বিভাগের সাংগাঠনিক সম্পাদক আসাদুজ্জামান হাবিব দুলু, কেন্দ্রীয় কমিটির গ্রাম বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু, বিএনপির রংপুর বিভাগের সহ-সাংগঠনিক আব্দুল খালেক, অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুল ও স্থানীয় বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এর আগে দুপুর থেকে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে পৌরপার্ক শহীদ মিনারে সমবেত হয়।