- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২০-২-২০২৫, সময়ঃ রাত ০৭:৪২
ফুলছড়িতে দিনব্যাপী পুষ্টি সচেতনতা ও শিখন মেলা
আমিনুল হক, ফুলছড়ি►
গাইবান্ধার ফুলছড়িতে এসকেএস ফাউন্ডেশনের আয়োজনে দিনব্যাপী পুষ্টি সচেতনতা ও শিখন মেলা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ফুলছড়ি উপজেলা পরিষদ চত্বরে ‘নিরাপদ মৎস্য ও মৎস্য পণ্য উৎপাদন এবং বাজারজাতকরণ’ প্রকল্পের আওতায় পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় এ মেলার আয়োজন করা হয়।
মেলা উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। পরে প্রধান অতিথি মেলার উদ্বোধন করেন, ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জগৎবন্ধু মন্ডল।
এসকেএস ফাউন্ডেশন পরিচালক (অর্থ) খোকন কুমার কুন্ডু’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, ফুলছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিন্টু মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা আখি সরকার, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মিলন মিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনোয়ার হোসেন, এসকেএস ফাউন্ডেশনের সমন্বয়কারী বাহারাম খান, পিকেএসএফ এর ব্যবস্থাপক (আরএমটিপি) পুষ্টিবিদ কপিল কুমার পাল, মেলায় অংশগ্রহণকারী আব্দুল হান্নান প্রমুখ।
মেলায় পুষ্টিকর খাবার, ফ্রি মেডিকেল ক্যাম্প, সমৃদ্ধ বাড়ি, ভিটামিন, মিনারেল, ওয়াস, কৃষি ও লাইভ কুকিংসহ পুষ্টি সচেতনতা বিষয়ক ১৩টি স্টল স্থান পায়। বিকেলে পুষ্টি সচেতনতায় নাটক এবং পট গান সকলের মন জয় করে। শেষে মেলায় অংশগ্রহনকারী ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।