• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২০-২-২০২৫, সময়ঃ বিকাল ০৫:৩৭

সুন্দরগঞ্জে মাদকসহ এক নারী গ্রেপ্তার



সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি►

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে মাদকসহ এক নারী মাদককারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। আজ (বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি) তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এর আগে, গোপন সংবাদের ভিত্তিত্বে বুধবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার শান্তিরাম ইউনিয়নের পূর্ব শান্তিরাম গ্রামে অভিযান চালিয়ে ৬০ গ্রাম গাঁজা ও ১০০টি ট্যাপন্টোডোল টেবলেটসহ রতনা বেগমকে গ্রেপ্তার করে থানা পুলিশ। 

রতনা ওই গ্রামের জাহেদুল ইসলামের স্ত্রী। সে দীর্ঘদিন হতে মাদককারবারির সাথে জড়িত। তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে।

সুন্দরগঞ্জ থানার ওসি মো. আব্দুল হাকিম আজাদ বলেন, এ নিয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।