- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ১০-২-২০২৫, সময়ঃ বিকাল ০৫:০২
রংপুরে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা
পিআইডি, রংপুর►
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’—এই প্রতিপাদ্যে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব, ২০২৫ উপলক্ষ্যে রংপুর শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ই ফেব্রুয়ারি) সকালে তারণ্যের উৎসব, ২০২৫ উদ্যাপন সংক্রান্ত রংপুর বিভাগীয় কমিটির উদ্যোগে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে কর্মশালার উদ্বোধন করেন রংপুরের বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর স্থানীয় সরকার বিভাগের পরিচালক মো.আবু জাফর।
প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, তরুণ প্রজন্ম আমাদের দেশের সম্পদ এবং তারাই দেশের ভবিষ্যৎ। তাদের উদ্ভাবনী চিন্তা, সৃজনশীলতা এবং অদম্য শক্তিই পারে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণ করতে। বাংলাদেশের ইতিহাস সাক্ষ্য দেয় যে, তরুণেরা সব সময় বড়ো পরিবর্তনের পথপ্রদর্শক। ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং সাম্প্রতিক উন্নয়নযাত্রায় তরুণদের ভূমিকা ছিল অবিস্মরণীয়। ‘তারুণ্যের উৎসব ২০২৫’ সেই তরুণদের জন্য একটি প্ল্যাটফর্ম, যেখানে তারা তাদের মেধা ও দক্ষতাকে প্রকাশ করতে পারবে। এই উদ্যোগ তরুণদের মধ্যে নতুন উদ্যম সৃষ্টি করবে। এছাড়া তাদের মধ্যে নেতৃত্বের গুণাবলী জাগ্রত করবে এবং সমাজের উন্নয়নে সক্রিয় অংশগ্রহণে অনুপ্রাণিত করবে। তিনি তরুণদের প্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ হয়ে দেশকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান।
কর্মশালায় বিশেষ অতিথির বক্তৃতা প্রদান করেন রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো: আশরাফুল ইসলাম, রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি রেজাউল হক খান, রংপুর স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো: মনজুরুল ইসলাম, রংপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শামিমা আখতার, রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগর কমিটির আহ্বায়ক ইমতিয়াজ আহম্মদ ইমতি প্রমুখ। কর্মশালায় সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, তরুণ-তরুণী এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।