• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৮-২-২০২৫, সময়ঃ সকাল ১০:২৬

আবারও বিপিএলের চ্যাম্পিয়ন বরিশাল



ক্রীড়া ডেস্ক►

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো ফরচুন বরিশাল। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের ফাইনালে ৩ উইকেটে হারিয়েছে চট্টগ্রাম কিংসকে। টস হেরে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ১৯৪ রান করে চট্টগ্রাম। জবাবে ব্যাট করতে নেমে ৩ বল হাতে রেখে ৭ উইকেটে ১৯৫ রান করে বরিশাল। ফাইনালে ম্যাচ সেরা হয়েছেন তামিম ইকবাল। আর টুর্নামেন্ট সেরা মেহেদী হাসান মিরাজ।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের ১১তম আসরে প্রথমবারের মতো শিরোপা জয়ের সুযোগ ছিলো চট্টগ্রাম কিংসের। কিন্তু তা ম্লান হলো ফরচুন বরশিালের জয়ে।

মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শ্বাসরূদ্ধকর ফাইনালে চট্টগ্রাম কিংসের বিপক্ষে ৩ উইকেটের রোমাঞ্চকর জয় দিয়ে টানা দ্বিতীয়বারের মতো তামিম ইকবালের নেতৃত্বে চ্যাম্পিয়ন হলো ফরচুন বরিশাল। মাশরাফি বিন মর্তুজা আর ইমরুল কায়েসের পর জাতীয় দলের তৃতীয় ক্রিকেটার হিসেবে পর পর দুবার বিপিএলর শিরোপা জিতলো তামিম ইকবাল।

শিরোপা নির্ধারনীর খেলায় টস ভাগ্য ছিলো বরিশালের সাথেই। টস জিতে চট্টগ্রামকে ব্যাটিংয়ে পাঠায় অধিনায়ক তামিম ইকবাল। আগে ব্যাট করতে নেমে দলকে উড়ন্ত শুরু এনে দেন দুই ওপেনার ব্যাটার খাজা নাফেই ও পারভেজ হোসেন ইমন।

বরিশালের বোলারদের রিতিমতো তুলো ধুনো করে ইমন ও নাফেই। পাওয়ার প্লের ৬ ওভারে কোন উইকেট না হারিয়েই ৫৭ রান তুলে চট্টগ্রাম। দলের ১২১ রানে নাফেইকে আউট করে বরিশালকে ইবাদত হোসেন। চট্টগ্রামের পক্ষে ৪৪ বলে ৬৬ রানের দারুন ইনিংস খেলেন এই পাকিস্তানি ব্যাটার। শেষ পর্যন্ত ৪৯ বলে ইমনের সর্বোচ্চ ৭৮ রানের অপরাজিত ইনিংসে ভর করে ৩ উইকেটে ১৯৪ রান তোলে চট্টগ্রাম কিংস। ২৩ বলে ৪৪ রান করেন দলের ইংলিশ ব্যাটার গ্রাহাম ক্লার্ক। আর বরিশালের পক্ষে আরেকটি উইকেট নেন মোহাম্মদ আলী।

জয়ের জন্য ১৯৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বরিশালের ইনিংসের শেষ ওভারে প্রয়োজন ছিলো ৮ রানের। উইকেটে ছিলেন রিশাদ হোসেন, অপর প্রান্তে তানভির ইসলাম। পাকিস্তানি পেসার হোসাইন তালাতের প্রথম বলেই ছক্কা মারে রিশাদ।

এরপর সিঙ্গেল নিয়ে ম্যাচ ড্র করলে পরের ওয়াইড বল ও ১রান নিয়ে ৩ বল হাতে রেখেই ফরচুন বরিশাল জয়ের বন্দরে নোঙ্গর করে। দারুন ব্যাটিং পারফরমেন্সের সাথে শরিফুল ইসলামের ৪ উইকেট শিকারের পরও পরাজয় এড়াতে পারেনি চট্টগ্রাম কিংস।

বরিশালের পক্ষে ২৯ বলে সর্বোচ্চ ৫৪ রানের ইনিংস খেলেন অধিনায়ক ও ওপেনার ব্যাটার তামিম ইকবাল। এছাড়া ২৮ বলে ৪৬ রান করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখেন ক্যারিবীয় ব্যাটার কাইল মায়ার্স।