- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
আসছে মিথিলার ‘তোকেই ভালোবাসি’
বিনোদন ডেস্ক►
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা অভিনীত নতুন সিনেমা ‘জলে জ্বলে তারা’। প্রেক্ষাগৃহে মুক্তির মিছিলে থাকা এ সিনেমার প্রথম গান ‘তোকেই ভালোবাসি’ অন্তর্জালে প্রকাশ পেতে চলেছে, সে সুখবর সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন অভিনেত্রী।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ফেসবুক পেজে মিথিলা ‘তোকেই ভালোবাসি’ গানের পোস্টার আপলোড করেন। ক্যাপশনে লেখেন, তোকেই ভালোবাসি। শিল্পী : ইমরান মাহমুদুল ও দিলশাদ নাহার কনা। কথা : প্রসেনজিৎ মন্ডল ও অরুণ চৌধুরী।
মিথিলা আরও লেখেন, সুর ও সংগীত: ইমরান মাহমুদুল। সিনেম্যাটোগ্রাফার মো. রায়হান খান। আসছে বুধবার (৫ ফেব্রুয়ারি) টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে।
সিনেমাটির মুক্তি প্রসঙ্গে মিথিলা লেখেন, অরুণ চৌধুরী পরিচালিত চলচ্চিত্র ‘জলে জ্বলে তারা’। শুভমুক্তি ১৪ ফ্রেব্রুয়ারি ভালোবাসা দিবসে।
সরকারি অনুদানপ্রাপ্ত ‘জলে জ্বলে তারা’ সিনেমায় সার্কাস কন্যা হিসেবে দেখা যাবে মিথিলাকে। অভিনেত্রীর বিপরীতে দেখা যাবে ছোট পর্দার জনপ্রিয় মুখ এফ এস নাঈমকে। সিনেমায় তাকে হোসেন মাঝি চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।
এ সিনেমায় মিথিলা ও নাঈম ছাড়াও আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, আজাদ আবুল কালাম, নূর ইমরান মিঠু প্রমুখ।