• মাধুকর প্রতিনিধি
  • ১৭ ঘন্টা আগে

রংপুরে বিশ্ব ক্যানসার দিবস উদযাপিত



পিআইডি, রংপুর►

‘স্বকীয়তায় ঐক্যবদ্ধ’—এই প্রতিপাদ্যে রংপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বিশ্ব ক্যানসার দিবস, ২০২৫ উদ্‌যাপিত হয়েছে। 

দিবসটি উপলক্ষ্যে রংপুর মেডিক্যাল কলেজের ১নং গ্যালারীতে আজ (মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি) সকালে আলোচনাসভার আয়োজন করা হয়। 

সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. মোঃ শরিফুল ইসলাম। বিকন ফার্মাসিউটিক্যালসের সহযোগিতায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের রেডিওথেরাপি বিভাগ এই অনুষ্ঠানের আয়োজন করে।

সভায় প্রধান অতিথির বক্তৃতায় অধ্যাপক ডা. মোঃ শরিফুল ইসলাম বলেন, ক্যানসার একটি প্রাণঘাতী ব্যাধি। ধূমপান, জর্দার মতো অস্বাস্থ্যকর বিষয়ে অসচেতনতা ক্যানসারের ঝুঁকি বাড়ায়। এজন্য এসব খাবার পরিহার করতে হবে। ক্যানসার প্রতিরোধে শৃঙ্খল জীবনযাপন এবং সঠিক খাদ্যাভ্যাস একটি গুরুত্বপূর্ণ বিষয়। তিনি আরও বলেন, অনিয়ন্ত্রিত জীবনযাপনের জন্য নারীদের স্তন ক্যানসার ও পুরুষদের মুখগহ্বরের ক্যানসার আক্রান্তের হার দিনদিন বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও জরায়ুমুখ ক্যানসার, অন্ত্র ও মলদ্বার ক্যানসার, খাদ্যনালী ক্যানসার, পাকস্থলী ক্যানসার ও ফুসফুস ক্যানসারের আধিক্যও লক্ষ করা যায়। প্রধান অতিথি ক্যানসার নিয়ে আশঙ্কার বদলে নিয়মতান্ত্রিক জীবনযাত্রার পাশাপাশি সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন রংপুর মেডিক্যাল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান, সহকারী অধ্যক্ষ ডা. মোঃ আনোয়ার হোসেন, রেডিওথেরাপি বিভাগের প্রধান ডা. জাহান আফরোজ খানুম, রেডিওথেরাপি বিভাগের এমডি ডা. খন্দকার মোঃ আরিফ হাসনাত ও রেডিওথেরাপিস্ট ডা. শফিকুল ইসলাম রিপন। আলোচনাসভায় ফার্মাসিউটিক্যালসের প্রতিনিধি, শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনাসভার পূর্বে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে একটি বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়।