- মাধুকর প্রতিনিধি
- ১৭ ঘন্টা আগে
গোবিন্দগঞ্জে ফেনসিডিলসহ বাসযাত্রী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক►
গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি যাত্রীবাহী বাস থেকে ২৫ বোতল ফেনসিডিলসহ মো. মোতাল্লেব (২৬) নামে একজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আজ (মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নাসিরাবাদ হিলালীপাড়া এলাকায় ঘোড়াঘাট-গোবিন্দগঞ্জ সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মোতাল্লেব ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মেদনী সাগড় সোহরাব পাড়া গ্রামের সাহেব আলীর ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সড়কে চেকপোস্ট বসানো হয়। এসময় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাসি চালিয়ে ওই যুবকের ট্রাভেল ব্যাগ থেকে ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করে সঙ্গে থাকা ফেনসিডিল জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাইবান্ধার উপপরিচালক মো. শাহ্-নেওয়াজ বলেন, ‘গ্রেপ্তার ওই যুবকের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।’