• মাধুকর প্রতিনিধি
  • ৭ ঘন্টা আগে

গাইবান্ধায় আনন্দ মেলার নামে ‘অশ্লীলতা-জুয়া’ বন্ধে বিক্ষোভ-স্মারকলিপি



নিজস্ব প্রতিবেদক►

গাইবান্ধা শহর সংলগ্ন পশ্চিম কোমরনই কদমতলা এলাকায় শুরু হতে যাওয়া মাসব্যাপী ‘আনন্দ মেলা’র নামে অশ্লীল যাত্রাপালা, অসামাজিক কার্যক্রম ও জুয়া-হাউজি বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। 

সচেতন ‘এলাকাবাসী’র ব্যানারে আজ (রবিবার, ২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে কদমতলা থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়া হয়।

‘মেলায় অশ্লীল যাত্রাপালা, অসামাজিক কার্যক্রম ও জুয়া (হাউজি) আসরের ব্যবস্থা করা হয়েছে’ অভিযোগ করে সমাবেশে বক্তারা বলেন, এই মেলা শুরু হলে যুবক-যুবতীদের নৈতিক চরিত্রের অবক্ষয় এবং এলাকায় চুরি, ছিনতাই ও মাদক কারবারি বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে আমরা দ্রুত মেলার সমস্ত কার্যক্রম বন্ধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে আহ্বান জানাই।

সমাবেশে বক্তব্য দেন পূর্ব কোমরনই পশ্চিমপাড়া জামে মসজিদের সভাপতি আব্দুল সবুর খান, সাধারণ সম্পাদক শাহ মো. আমজাদ হোসেন, খতিব মওলানা আব্দুল মাজেদ প্রমুখ।