- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ১-২-২০২৫, সময়ঃ রাত ০৭:০৫
গোবিন্দগঞ্জে মহাসড়কে সড়ক দুর্ঘটনা বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি
গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা)►
ঢাকা-রংপুর মহাসড়কে গাইবান্ধার গোবিন্দগঞ্জের পান্থাপাড়ায় একদিনে ৬টি এবং এক সপ্তাহে ১৮টি সড়ক দুর্ঘটনার প্রতিবাদে ও সড়কে দেয়া বেড়িকেট সুবিধাজনক স্থানে স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ (শনিবার, ১ ফেব্রুয়ারি) বিকেলে মহাসড়কের পান্থাপাড়ায় গোবিন্দগঞ্জ এলাকাবাসীর আয়োজনে এই সামাজিক প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও গোবিন্দগঞ্জ ব্যবসায়ি শিল্প সমিতির সভাপতি এবং চামিং কেবল টিভ নেটওয়ার্কের স্বত্বাধিকারি সানোয়ার হোসেন দিপু, বিএনপি নেতা শাহজাহান আলী প্রমুখ।
এসময় বক্তরা বলেন, ঢাকা-রংপুর মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণ কাজের ঠিকাদারী প্রতিষ্ঠান পান্থাপাড়া নামক স্থানে তেমন কোনো শতর্কমূলক ব্যবস্থা ছাড়াই একটি সড়ক বেড়িকেট দেয়ায় গত ৭দিনে ১৮ দুর্ঘটনা ঘটেছে। আর গত ৪৫ দিনে এই স্থানে প্রাণহানি ঘটেছে ৩ জনের। তাই অবিলম্বে সড়কে প্রাণহানিসহ দুর্ঘটনারোধে রাতে এবং দিনে সিগন্যাল লাইট অথবা অন্যকোন ভাবে যানবাহনের চালকদের শতর্ক করার জন্য ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানান।
আগামী ২৪ ঘন্টার মধ্যে এ ব্যাপারে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা না হলে আর যদি দুর্ঘটনা ঘটে তাহলে সচেতন নাগরিক সমাজের পক্ষে ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়েরের হুঁশিয়ারি জানান বক্তারা।