- মাধুকর প্রতিনিধি
- ২ ঘন্টা আগে
গাইবান্ধায় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সদর-পলাশবাড়ী
নিজস্ব প্রতিবেদক►
গাইবান্ধায় জেলা পর্যায়ে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা অনূর্ধ্ব- ১৭ এর চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ (বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি) বিকেলে ফাইনাল খেলা শেষে গাইবান্ধা শাহ্ আব্দুল হামিদ স্টেডিয়ামে পুরস্কার বিতরণ করা হয়।
ফাইনাল ম্যাচে গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে সাদুল্লাপুরকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় গাইবান্ধা সদর উপজেলা অণূর্ধ্ব-১৭ বালক দল।
অন্যদিকে গাইবান্ধা শাহ্ আব্দুল হামিদ স্টেডিয়ামে ফুলছড়িকে ১০-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে পলাশবাড়ী উপজেলা দল।
খেলা শেষে বালক ও বালিকা গ্রুপের চ্যম্পিয়ন, রানার্স-আপ দল, প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট, প্লেয়ার অফ দ্য ফাইনাল, সর্বোচ্চ গোলাদাতা এবং সেরা খেলায়াড়ের হাতে ট্রফি, ক্রেস্ট ও মেডেল প্রদান করেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম হেদায়েতুল ইসলাম, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস চক্রবর্ত্তী তুষার, জেলা বিএনপির সহ-সভাপতি ও শহর বিএনপির আহবায়ক জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক শহীদুজ্জামান শহীদ, জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. আলমগীর হোসেন, বীর মুক্তিযোদ্ধা মো. মজিবর রহমান, চ্যাম্পিয়ন পলাশবাড়ী বালিকা দলের ম্যানেজার সুরুজ হক লিটন, সদর উপজেলা বালক দলের কোচ আব্দুল কুদ্দুস, রফিকুল ইসলাম লুলু প্রমুখ।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং গাইবান্ধা জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের বাস্তবায়নে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে জেলার ৮টি বালক ও ৮টি বালিকা দল অংশ নেয়।