• মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে

সুন্দরগঞ্জে মজিদপাড়া স্কুলের নিরাপত্তা পরিকল্পনা বিষয়ক কর্মশালা



তিস্তা আকন্দ, সুন্দরগঞ্জ (গাইবান্ধা)►

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় স্কুল লেড কমিউনিটি রেজিলেন্স টু ডিজাষ্টার এন্ড ক্লাইমেট রিস্ক (SLCRDCR-||) প্রকল্পের আয়োজনে বেলকা মজিদপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের নিরাপত্তা পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

আজ (বুধবার, ২২ জানুয়ারি) বিদ্যালয়ের হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা এসকেএস ফাউন্ডেশনের বাস্তবায়নে মুসলিম এইড ইউকে বাংলাদেশ কান্টি অফিসের আর্থিক ও কারিগরি সহায়তায় (SLCRDCR-||) প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত হয়। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নান আকন্দের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন (SLCRDCR-||)  প্রকল্পের কারিগরি অফিসার রুশেল মিস্ত্রী রতন, স্থানীয় কমিউনিটি লিডার মো. আবুল কাশেম, সহকারি শিক্ষক মো. সাইফুল ইসলাম, মোছা, রুমি সরকার, মো. সেলিম মিয়া, স্কুল ফ্যাসিলিটেটর মাসুদুর রহমান, শিউলী আকতার, শিক্ষার্থী আইরিন আকতার, খুকুমনি আকতার, জান্নাতি আকতার, রাবেয়া বসরি প্রমুখ। 

কর্মশালায় শিক্ষক, শিক্ষর্থী, ম্যানেজিং কমিটির সদস্য, কমিউনিটি লিডার, স্বেচ্ছাসেবী, ডাব্লিউডিএমসির সদস্য, ইউডিএমসির সদস্য উপস্থিত ছিলেন।