- মাধুকর প্রতিনিধি
- ২ ঘন্টা আগে
ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডায় বিপর্যস্ত গাইবান্ধার জনজীবন
নিজস্ব প্রতিবেদক►
ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে উত্তরের জেলা গাইবান্ধার পথঘাট ও প্রকৃতি। সেই সঙ্গে বেড়েছে শীতের তীব্রতাও। এতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়ে পড়েছে।
আজ (বুধবার, ২২ জানুয়ারি) সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.২ ডিগ্রি সেলসিয়াস।
সরেজমিনে দেখা গেছে, শীত ও কুয়াশার কারণে কেউ কাজ ছাড়া খুব একটা বাইরে বের হচ্ছেন না। সড়কে গাড়ি চলছে হেডলাইট জ্বালিয়ে। কোথাও কোথাও অনেককে আগুন জ্বালিয়ে শীত নিবারণ করতে দেখা গেছে। শীতে জবুথবু হয়ে পড়েছে মানুষ ও পশু। বিশেষ করে নদীপাড়ের লোকজন কাহিল হয়ে পড়েছেন। কয়েকদিন আবহাওয়া ভালো থাকার পর হঠাৎ শীত ও কুয়াশা বাড়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত জেলায় সূর্যের দেখা মেলেনি।
রিকশাচালক আলম মিয়া বলেন, যতই শীত আর কুয়াশা আসুক, ‘পেটের তাগিদে হামাক রিকশে নিয়ে বাইর হওয়ায় লাগে। ঠান্ডায় মানুষ বাইর হচ্ছে না, তাই যাত্রী কম পাচ্চি।’
রংপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান বলেন, আজ (বুধবার, ২২ জানুয়ারি) সকাল ৯টায় গাইবান্ধার সর্বনিম্ন তাপমাত্রা ১২.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে । এর আগে, গতকালও (মঙ্গলবার, ২১ জানুয়ারি) এই একই তাপমাত্রা রেকর্ড করা হয়। তিনি বলেন, চলতি সপ্তাহের শুরু থেকেই গাইবান্ধা জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১১ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। জলবায়ুর পরিবর্তনের ফলে আগামীতে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলেও জানান তিনি।