- মাধুকর প্রতিনিধি
- ২ ঘন্টা আগে
পলাশবাড়ীতে বিআরটিসি বাসে মিললো গাঁজা, গ্রেপ্তার ১
নিজস্ব প্রতিবেদক►
গাইবান্ধার পলাশবাড়ীতে ১৪ কেজি গাঁজাসহ মন কুমার দাস নয়ন (২২) নামে একজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
উপজেলার মহেশপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে একটি বিআরটিসি বাস থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আজ (২০ জানুয়ারি) বিকেলে গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে এসব তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তার মন কুমার দাস নয়ন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নওয়াশী মাঝিটারি গ্রামের মনিরাম দাসের ছেলে।
গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. শাহ্-নেওয়াজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ (সোমবার, ২০ জাানুয়ারি) বেলা ১১টার দিকে অভিযান চালানো হয়। এসময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি বিআরটিসি বাস তল্লাশি করে ১৪ কেজি গাঁজাসহ নয়নকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে পলাশবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।