- মাধুকর প্রতিনিধি
- ২ ঘন্টা আগে
কুড়িগ্রামে বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত
কুড়িগ্রাম সংবাদদাতা►
কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী মহাসড়কের দূরপাল্লার বাসের ধাক্কায় আব্দুস সাত্তার (৪০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। পুলিশ বলছে, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনাটি ঘটেছে।
আজ (সোমবার, ২০ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে নাগেশ্বরী পৌর এলাকার চড়াইখেলা ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুস সাত্তার ভুরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের পাগলাহাট চর এলাকার বাসিন্দা এবং কুড়িগ্রাম জজকোর্টের মুহুরি ছিলেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, কুয়াশার কারণে সামান্য দূরের রাস্তা দেখা যাচ্ছিল না। ঢাকাগামী দূরপাল্লার বাস পিংকি-বাচ্চু ভূরুঙ্গামারী থেকে কুড়িগ্রাম জজকোর্ট যাচ্ছিল। একই সময়, আব্দুস সাত্তার মোটরসাইকেল চালিয়ে কুড়িগ্রাম যাচ্ছিলেন। চড়াইখেলা ব্রিজের কাছে দুটি গাড়ি একে অপরকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি বাসের নিচে পড়ে যায় এবং চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু ঘটে।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, ‘ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। পুলিশ বাসটিকে জব্দ করেছে এবং মরদেহটি উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে। মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।’