• মাধুকর প্রতিনিধি
  • ২২ ঘন্টা আগে

গাইবান্ধায় যানজট নিরসনের উপায় নিয়ে মতবিনিময় সভা



নিজস্ব প্রতিবেদক►

‘গাইবান্ধা পৌরসভা এলাকায় যানজট নিরসনের উপায়’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (রবিবার, ১৯ জানুয়ারি) বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

সভায় জেলার সরকারি কর্মকর্তা, সাংবাদিক, বাস মালিক, মটর মালিক সমিতি, অটোবাইক মালিক, চালকসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। সভার শুরুতেই দিকনির্দেশনামূলক বক্তব্য দেন পৌর প্রশাসক মো. শরিফুল ইসলাম।

জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলা, অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব জ্যোতির্ময় গোপ, জেলা প্রশাসক কার্যালয়ের এডিএম আল মামুন, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী পিয়াস কুমার সেন, নেসকো-১ নির্বাহী প্রকৌশলী ফজলুর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, সহ-সভাপতি শহীদুজ্জামান শহীদ, পৌরসভার নির্বাহী প্রকৌশলী রেজাউল হক, মটর মালিক সমিতির কাজী মকবুল হোসেন মুকুল, জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি আবু তাহের সদরুল আমিন প্রমুখ।

বক্তারা পৌর এলাকায় যানজট নিরসন কল্পে বিস্তারিত আলোচনা করেন। সুন্দর ও বাসযোগ্য শহর গড়তে জেলার শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, চালকসহ সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন।