- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ১৮-১-২০২৫, সময়ঃ সন্ধ্যা ০৬:৪৯
শতাধিক পণ্য-সেবায় ভ্যাট বাড়ানোর প্রতিবাদে গাইবান্ধায় পথসভা
নিজস্ব প্রতিবেদক►
কমদামে টিসিবি’র পণ্য বিক্রি বন্ধ, ৪৩ লক্ষ পরিবারের কার্ড বাতিল এবং শতাধিক পণ্যের ওপর বর্ধিত ভ্যাট-শুল্ক নির্ধারণের প্রতিবাদে গাইবান্ধায় পথসভা করেছে বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন।
আজ (শনিবার, ১৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় দলটির জেলা শাখার উদ্যোগে টিসিবি’র পণ্য বিক্রিসহ শ্রমজীবী-নিম্নআয়ের মানুষের জন্য আর্মিরেটে রেশন সরবরাহের দাবিতে মিছিল ও শহরের বিভিন্ন মোড়ে এ পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সদস্য মনজুর আলম মিঠু, জেলা আহ্বায়ক অ্যাডভোকেট নওশাদুজ্জামান নওশাদ, সংগঠক জাহিদুল হক, বীরেন শীল, শামিম আরা মিনা, পারুল বেগম, সবুজ মিয়া, রক্তিম সরকার মিলন প্রমুখ।
বক্তারা বলেন, কমদামে টিসিবি’র মাধ্যমে যে পণ্য বিক্রি করা হতো, তা বন্ধ করে দেওয়া হয়েছে। অনিয়মের অভিযোগ উত্থাপন করে ৪৩ লক্ষ পরিবারের কার্ড বাতিল করা হয়েছে। যারা অনিয়ম করেছে, ঘুষ নিয়েছে, তাদের কোনো শাস্তি নেই, কিন্তু যে অসহায় মানুষগুলো কর্তাদের ঘুষ দিয়ে কার্ড পেয়েছিল তাদের কার্ড বাতিল করে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। যৎসামান্য যে টিআর, কাবিখার বরাদ্দ এবং বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতা দেওয়া হয়, সেসবও নানা অজুহাতে বন্ধ করে রাখা হচ্ছে। আইএমএফ এর পরামর্শে এই দ্রব্যমূল্যের বাজারে শতাধিক পণ্যের ওপর ভ্যাট ও শুল্ক নির্ধারণ করে সরকার মরার উপর খাঁড়ার ঘাঁ দিয়েছে বলেও অভিযোগ করেন বক্তারা।
বক্তারা অবিলম্বে সরকারকে এই গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করে সারাদেশে শ্রমজীবী-নিম্নআয়ের মানুষের জন্য আর্মিরেটে রেশন সরবরাহসহ শতাধিক পণ্যের ওপর ধার্য করা বর্ধিত ভ্যাট-শুল্ক প্রত্যাহারের দাবি জানান। সরকারের সকল গণবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তারা।