• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৬-১-২০২৫, সময়ঃ সন্ধ্যা ০৬:২৪

গাইবান্ধায় শীতার্তদের মধ্যে মুক্তিযোদ্ধা সংসদের কম্বল বিতরণ



নিজস্ব প্রতিবেদক►

গাইবান্ধায় অসহায় দৃষ্টি প্রতিবন্ধী শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছে সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ। উপজেলা প্রশাসনের সহযোগিতায় আজ (বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি) বিকেলে জেলা শহরের পুরাতন ব্রীজ এলাকায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রিয়াজুল ইসলাম রিয়াজ, উপজেলা সমাজসেবা অফিসার নাসির উদ্দিন শাহ্, জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ সামাদ আজাদ, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম বাবলু, বীর মুক্তিযোদ্ধা আলী আকবর মিয়া ও বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন। এই শীতের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল পেয়ে খুশি অহসায় দৃষ্টি প্রতিবন্ধী মানুষেরা।

আয়োজকরা জানান, শীতে অনেক বেশি কষ্টে গাইবান্ধার অসহায় দৃষ্টি প্রতিবন্ধী মানুষেরা। তাদের দিকে উষ্ণতার হাত বাড়িয়ে দিতে আমরা শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করছি। দেশের জন্য, দেশের মানুষের জন্য যুদ্ধ করেছি। ভবিষ্যতেও দেশ ও দেশের মানুষের কল্যাণের জন্য আমরা কাজ করে যাবো বলেও জানান তারা।