- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
এসকেএস স্কুল এ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
নিজস্ব প্রতিবেদক►
গাইবান্ধার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান এসকেএস স্কুল এ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ (বুধবার, ১৫ জানুয়ারি) সদর উপজেলার উত্তর হরিণ সিংহা এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটির প্রাঙ্গনে এ আয়োজন করা হয়।
সকাল ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চলা এ ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, কর্মকর্তা ও কর্মচারীরা বিভিন্ন গ্রুপে ৩৮টি ইভেন্টে অংশ নেয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা শিক্ষা অফিসার মোছা. রোকসানা বেগম। এসময় তিনি শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম ও সৃজনশীল কাজে অংশগ্রহণ, চারিত্রিক বিকাশ ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে ওঠার ওপর গুরুত্বারোপ করেন। তথ্যপ্রযুক্তিতে জ্ঞান ও দক্ষতা অর্জন করে আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য শিক্ষার্থীদের উপদেশ দেন তিনি।
সভাপতির বক্তব্যে এসকেএস স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আব্দুস সাত্তার বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি যেকোন সহশিক্ষা কার্যকক্রম বিশেষত: ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটায়। তিনি বলেন, এসকেএস স্কুল এ্যান্ড কলেজ সেরা ফলাফল অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের বাস্তব জীবনে আত্মবিশ্বাসী হতে সহায়তা করে। যা তার ভবিষ্যৎ জীবনকে সাফল্যমন্ডিত করবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ ড. অনামিকা সাহা, হেড অব এসকেএস এন্টারপ্রাইজ আবু সাঈদ সুমন, এসকেএস এন্টারপ্রাইজের সমন্বয়কারী (অর্থ) মাহাবুর রহমান মন্ডল প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক সঞ্জয় কুমার চৌধুরী ও সিনিয়র শিক্ষক লুৎফুর নাহার। শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিরা।