- মাধুকর প্রতিনিধি
- ২ ঘন্টা আগে
সমালোচনার মুখে টিউলিপ সিদ্দিকের পদত্যাগ
আন্তর্জাতিক ডেস্ক►
যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার সরকারের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক পদত্যাগ করেছেন। দুর্নীতি ও অনিয়মের অভিযোগে ক্রমবর্ধমান চাপের মুখে মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সংবাদ সংস্থা রয়টার্সসহ আন্তর্জাতিক একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন সূত্রে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, টিউলিপ তার খালা বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক পরিচালিত ক্ষমতাচ্যুত সরকারের সাথে আর্থিক সম্পর্ক নিয়ে বারবার প্রশ্নের মুখে পড়ে মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন।
গত কয়েক সপ্তাহ ধরে টিউলিপ সিদ্দিকের দুর্নীতি ও অনিয়ম নিয়ে বাংলাদেশ ও যুক্তরাজ্যের সংবাদমাধ্যমে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশিত হয়।
অভিযোগ উঠে, টিউলিপ বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যবসায়ীর কাছ থেকে লন্ডনে বিনামূল্যে ফ্ল্যাট এবং বাংলাদেশে রাশিয়ার সহায়তায় নির্মাণাধীন পরমাণু বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে মোটা অঙ্কের ঘুষ গ্রহণ করেছিলেন।