- মাধুকর প্রতিনিধি
- ১৪ ঘন্টা আগে
হিলিতে বরেন্দ্র এক্সপ্রেসের ধাক্কায় যুবক নিহত
দিনাজপুর প্রতিনিধি►
দিনাজপুরের হিলিতে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অজ্ঞাত (৩৬) এক যুবকের নিহত হয়েছে।
মুখমন্ডলে আঘাতপ্রাপ্ত নিহত যুবকের লাশ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মারগে প্রেরণ করেছে জিআরপি পুলিশ।
আজ (বৃহস্পতিবার, ৯ জানুয়ারি) সকাল সাড়ে ৭টায় উপজেলার ঢেলুপাড়া নামক স্থানে ট্রেনের সাথে ধাক্কায় অজ্ঞাত রেল লাইনের পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা নিহত অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত যুবকের কালো রঙ্গের টিশার্ট, জিন্স প্যান্ট, ও কোমরে গামছা বাধা মুখমণ্ডলের আঘাত ও রক্তাক্ত অবস্থায় পড়েছিল। স্থানীয়রা জিআরপি পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করার পর দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
দিনাজপুর হিলি জিআরপি ফাঁড়ির ইনচার্জ তানজিলুর রহমান স্থানীয়দের বরাত দিয়ে বলেন, সকালে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবকের মৃত্যু হয়। স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত যুবকের লাশ উদ্ধার করে। স্থানীয়রা কেউ নিহত যুবকের পরিচয় জানতে না পেরে। পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
এ ব্যাপারে হিলি জিআরপি পুলিশ ফাঁড়ি তে একটি অপমৃত্যুর মামলায় দায়ের করা হয়েছে।