- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ৬-১-২০২৫, সময়ঃ বিকাল ০৪:১৬
পলাশবাড়ীতে দুস্থদের মধ্যে সেনাবাহিনীর কম্বল বিতরণ
নিজস্ব প্রতিবেদক►
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় দুস্থ শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
উপজেলার সাতারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আজ (সোমবার, ৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
বাংলাদেশের সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের অধীনস্থ ৬ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন গাইবান্ধা আর্মি ক্যাম্প এ শীতবস্ত্র বিতরণের আয়োজন করে।
এসময় উপস্থিত ছিলেন গাইবান্ধা আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মো. রোকনুজ্জামান জয়। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট রিজভী আহমেদ, সিনিয়র ওয়ারেন্ট অফিসার ফারুক হোসেনসহ সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তা এবং বেসামরিক কর্মকর্তাগণ।