• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৩-১-২০২৫, সময়ঃ রাত ০৮:৫৩

গাইবান্ধায় ব্যক্তি উদ্যোগে শীতবস্ত্র পেল ৫০০ শীতার্ত মানুষ



নিজস্ব প্রতিবেদক►

গাইবান্ধাসহ সারাদেশে চলছে কনকনে শীত। পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দরিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না। এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন সমাজের কিছু মানবদরদি মানুষ।

আজ (শুক্রবার, ৩ জানুয়ারি) বিকেলে গাইবান্ধা পৌরসভার বড় বাড়িতে অসহায় পাঁচশত শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল ও শীত বস্ত্র বিতরণ করা হয়।

বিশিষ্ট সমাজসেবক অ্যাডভোকেট মাহবুবুল কাদির হিল্লোল তার নিজ অর্থায়নে এসব শীত বস্ত্র বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ মোসাদ্দেকুল হক মামুন, আশিকুর রহমান, শহীদ আহম্মেদসহ অনেকেই।

অ্যাডভোকেট মাহবুবুল কাদির হিল্লোল দীর্ঘদিন যাবৎ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তিনি এলাকার উন্নয়নের পাশাপাশি অসহায়দের জন্য কাজ করে চলছেন। তারই ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় শীতার্ত মানুষ যাতে এই প্রচন্ড শীতে কষ্ট না পায় এর জন্য অসহায়দের মাঝে কম্বল বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে। এই উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান তিনি। শীত নিবারণ করতে এক টুকরা গরম কাঁপড় পেয়ে খুশি শীতার্ত এই মানুষগুলো।