- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ৩১-১২-২০২৪, সময়ঃ সকাল ১০:৩১
শহীদ মিনারে কর্মসূচি হবে, জুলাই ঘোষণাপত্র হচ্ছে না
মাধুকর ডেস্ক►
আজ (মঙ্গলবার, ৩১ ডিসেম্বর) কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা জুলাই গণ-অভ্যুত্থানের পূর্বঘোষিত কর্মসূচি অনুষ্ঠিত হবে। তবে এদিন জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা হচ্ছে না।
সোমবার (৩০শে ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে প্রেস বিফ্রিংয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ এই ঘোষণা দেন।
তিনি জানান, ‘৫ই আগস্ট সারাদেশের মানুষ রাস্তায় নেমে এসেছিল। মঙ্গলবারও (৩১শে ডিসেম্বর) সারাদেশ এবং ঢাকায় মানুষ একইভাবে রাস্তায় নেমে আসবে। অন্তর্র্বর্তী সরকার আমাদের ঘোষণাপত্রের ব্যাপারে সম্মতি দিয়েছে। আমরাও এর পক্ষে সমর্থন জানাই। সরকারের পক্ষ থেকে ঘোষণাপত্র আসবে। তবে আমাদের ডাকা পূর্বঘোষিত কর্মসূচি অনুষ্ঠিত হবে।’
সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং অন্যতম সমন্বয়ক সারজিস আলম উপস্থিত ছিলেন না। সংবাদ সম্মেলন শেষে সারজিস আলম কার্যালয়ে প্রবেশ করে আবারো বেরিয়ে যান।