- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ৩০-১২-২০২৪, সময়ঃ বিকাল ০৫:৩৮
গাইবান্ধায় কন্টিনজেন্সি প্ল্যান রিভিউ বিষয়ক কর্মশালা
নিজস্ব প্রতিবেদক►
গাইবান্ধায় দুর্যোগ ব্যবস্থাপনা পর্যালোচনা (কন্টিনজেন্সি প্ল্যান রিভিউ) বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ (সোমবার, ৩০ ডিসেম্বর) সকাল ১০ টায় এসকেএস ইন রিসোর্টের বালাশী মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অক্সফাম ইন বাংলাদেশ-এর সহযোগিতায় এসকেএস ফাউন্ডেশনের বাস্তবায়নাধীন Asia Community Disaster Preparedness and Transformation (ACT) প্রকল্পের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। প্রকল্প সংশ্লিষ্টরা ছাড়াও কর্মশালায় জেলার দুর্যোগ ঝুঁকি হ্রাস নিয়ে কাজ করা বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
কর্মশালায় বক্তারা কন্টিনজেন্সি প্ল্যান রিভিউ এবং উন্নয়ন বিষয়ে গুরুত্বারোপ করেন ও প্রয়োজনীয় মতামত প্রদান করেন। বিশেষ করে, ঝুঁকিপূর্ণ পরিস্থিতি মোকাবেলায় আগাম প্রস্তুতির প্রয়োজনীয়তা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা হয়। প্ল্যানের কার্যকারিতা এবং তা দ্রুত বাস্তবায়ন নিয়ে সদস্যরা তাঁদের মতামত তুলে ধরেন।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. খোরশেদ আলম ও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুর রাজ্জাক।
এর আগে, অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য দেন এসকেএস ফাউন্ডেশনের উপ-পরিচালক (ডেভেলপমেন্ট প্রোগ্রামস) খন্দকার জাহিদ সরওয়ার। এসময় তিনি এসকেএস ফাউন্ডেশনের লক্ষ্য, উদ্দেশ্যসহ সংস্থাটির নানা বিষয় উপস্থাপন করেন। পরে গতবছরের কন্টিনজেন্সি প্ল্যান উপস্থাপন করেন এসকেএস ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর জালাল উদ্দীন। এসময় অংশগ্রহণকারী অংশীজনদের মতমতের ভিত্তিতে আগামী ২০২৫ সালের জন্য কন্টিনজেন্সি প্ল্যান আপডেট করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসিটি প্রকল্পের প্রজেক্ট অফিসার রেজওয়ানুল ইসলাম।
কর্মশালায় বক্তারা দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনায় বিভিন্ন সমস্যা চিহ্নিত করার পাশাপাশি সেসবের সমাধান নিয়ে আলোচনা করেন। এছাড়াও, আগামীতে দুর্যোগকালীন পরিস্থিতিতে উদ্ধার এবং ত্রাণ কার্যক্রমের উন্নতির জন্য বিভিন্ন সুপারিশ তুলে ধরা হয়। অংশগ্রহণকারী কর্মকর্তারা কর্মশালার মাধ্যমে প্রাপ্ত জ্ঞান এবং অভিজ্ঞতাগুলো নিজেদের কাজে প্রয়োগ করার প্রতিশ্রুতি দেন, যাতে গাইবান্ধা জেলায় দুর্যোগ মোকাবেলা আরও কার্যকর ও সুসংহত করা যায়।
উল্লেখ্য, অক্সফাম ইন বাংলাদেশ-এর সহযোগিতায় এসকেএস ফাউন্ডেশন ২০২১ সালে এসিটি প্রকল্পের কার্যক্রম শুরু করে। এ প্রকল্পের আওতায় ২০২৪ সালে কন্টিনজেন্সি প্ল্যান রিভিউ করা হয়।