• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৩০-১২-২০২৪, সময়ঃ বিকাল ০৫:৩৩

গাইবান্ধায় পুকুর থেকে বৃদ্ধ ভিক্ষুকের লাশ উদ্ধার



গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি►

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় পুকুর থেকে ধলু শেখ (৭০) নামে এক ভিক্ষুকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ (সোমবার, ৩০ ডিসেম্বর) দুপুরে উপজেলার শিবপুর ইউনিয়নের উত্তর শোলাগাড়ী গ্রামের আব্দুল মজিদের পুকুর মরদেহটি উদ্ধার করা হয়।

ধলু শেখ উপজেলার কোচাশহর ইউনিয়নের ছয়ঘড়িয়া গ্রামের ময়নুদ্দীন শেখের ছেলে।

স্বজন ও স্থানীয়রা জানান, ধলু শেখ ভিক্ষা করতেন। চোখের সমস্যাও ছিল, কম দেখতেন। গত দুই দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। পুকুরে ভাসমান অবস্থায় মরদেহ পাওয়ার সংবাদে স্বজনরা এসে তার মরদেহ শনাক্ত করে। তাদের ধরণা অসাবধানতাবশত পুকুরে পড়ে তার মৃত্যু হতে পারে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।