- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২৮-১২-২০২৪, সময়ঃ সন্ধ্যা ০৬:২২
গাইবান্ধায় ছাত্রদলের ক্রীড়া প্রতিযোগিতা ও আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক►
গাইবান্ধা সদর উপজেলায় ছাত্রদলের ক্রীড়া প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (শনিবার, ২৮ ডিসেম্বর) উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে এ খেলা ও আলোচনা সভা করা হয়।
উক্ত খেলার উদ্ধোধন করেন গাইবান্ধা সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমাম হাসান আলাল।
এর আগে এক আলোচনা সভায় রামচন্দ্রপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাহবুব এলাহীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আব্বাস আকন্দ রিফাতের সঞ্চালানায় বক্তব্য দেন জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার জাকারিয়া আলম জীম, সাধারন সম্পাদক তারেকুজ্জামান তারেক, সদর থানা ছাত্র দলের সদস্য সচিব রেজওয়ান আহমেদ রানা, ছাত্রনেতা শহিদুজ্জামান শাহিন, ওয়ালিদ শাকিল, মিরাজুজ্জামান রবিনসহ অনেকেই।
বক্তারা বলেন, খেলাধুলার তরুণদের উদ্বুদ্ধ করতে হবে। শিশুরা এখন খেলা বিমুখ হয়ে যাচ্ছে। অনলাইন আর ইন্টারনেট গেমসে ঝুঁকে যায়, যা আমাদের প্রজন্মের জন্য মারাত্মক হুমকি। উৎসবমুখর প্রতিযোগিতার আয়োজন করলে শিশু ও তরুণরা রক্ষা পাবে।