• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৮-১২-২০২৪, সময়ঃ বিকাল ০৪:০৬

সুন্দরগঞ্জ সোসাইটির শীতবস্ত্র বিতরণ



 সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি►

গাইবান্ধার সুন্দরগঞ্জ সোসাইটির উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। 

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন সুন্দরগঞ্জ সোসাইটির আয়োজনে আজ (শনিবার, ২৮ ডিসেম্বর) সুন্দরগঞ্জ ডিড রাইটার সরকারি ডিগ্রী কলেজ হলরুমে শীতবস্ত্র বিতরণ পূর্ব এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সোসাইটর সভাপতি লাভলু সদারের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. আমিরুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ মো. আব্দুল হাকিম আজাদ, উপজেলা কৃষি অফিসার মো. রাশিদুল কবির, বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নান আকন্দ, বিশিষ্ট ব্যাবসায়ী মো. রুবেল মিয়া, সোসাইটির সিনিয়র সহসভাপতি আসাদুজ্জামান আসাদ, সহসভাপতি এনামুল হক, আলমগীর আপন, সাংগঠনিক সম্পাদক বিজয় সরকার, আইন সম্পাদক গোলাম কাদের, প্রচার সম্পাদক মোরশেদুল আকন্দ মুরাদ, কোষাধ্যক্ষ আতিকুর রহমান, দপ্তর সম্পাদক কাব্য চৌধুরী, রক্ত বিষয়ক সম্পাদক মাহমুদুল, গাইবান্ধা জেলা ছাত্র সমিতির সভাপতি রেদওয়ানুল হাসান সিজান প্রমুখ। 

দেড় শতাধিক অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন অতিথিবৃন্দ।