• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৫-১২-২০২৪, সময়ঃ বিকাল ০৫:৪১

মহান বিজয় দিবস উপলক্ষে গাইবান্ধায় আলোচনা সভা



নিজস্ব প্রতিবেদক►

মহান বিজয় দিবস উপলক্ষে গাইবান্ধায় আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। 

আজ (বুধবার, ২৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে গাইবান্ধা পৌর শহীদ মিনার চত্বরে এ আয়োজন করে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘রেসকিউ ফোর্স’।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শিক্ষাবিদ মাজহারউল মান্নান, বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের জেলা শাখার সভাপতি অধ্যাপক রোকেয়া খাতুন। রেসকিউ ফোর্সের সমন্বয়ক রুদ্রনীলের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠক সুমী।

বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের আকাঙ্খা বাস্তবায়নে দেশের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে এবং মুক্তিযুদ্ধ বিরোধী সকল মৌলবাদী অপশক্তিকে দৃঢ়ভাবে মোকাবেলা করতে হবে। 

তারা বলেন, গত ৫ আগষ্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার উৎখাত হলেও ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ হয়নি। সিন্ডিকেট ব্যবসা এখনো বহাল, ঘুষ-দুর্নীতি-চাঁদাবাজী পুরোদমে চলছে, মৌলবাদীরা আস্ফালন করছে; শ্রমিকরা প্রতিদিনই তাদের বকেয়া বেতন এবং বেকাররা চাকরির দাবিতে রাজপথে লড়াই করছে। কৃষকরা কৃষি উপকরণ ক্রয় করতে প্রতারিত হচ্ছে। ফসলের ন্যায্য দাম পাচ্ছেনা। গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত সরকার জন-মানুষের আকাঙ্খা বাস্তবায়নে ব্যর্থতার পরিচয় দিয়েছে। 

বক্তারা মুক্তিযুদ্ধের স্বপ্নের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। 

আলোচনা সভা শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আলোচকবৃন্দ।