• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৪-১২-২০২৪, সময়ঃ দুপুর ০২:২৮

আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর ঘটনায় ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা



মাধুকর ডেস্ক►

ঢাকার আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলেনর সময় মরদেহ পোড়ানো ঘটনায় সাবেক এক এমপিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আজ (মঙ্গলবার, ২৪ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।

জুলাই-আগস্টে গণহত্যার সময়ে আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর অভিযোগে দায়ের করা মামলায় সাবেক এক এমপিসহ ৫ জনের বিরুদ্ধে এ পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল।

জুলাই আগস্ট গণহত্যার মামলায় বিচারের মুখোমুখি করতে সাবেক শেখ হাসিনাকে দেশে ফেরাতে চলছে কূটনৈতিক প্রচেষ্টা। সোমবার (২৩ ডিসেম্বর) বন্দিপ্রত্যাপন চুক্তির আলোকে তাকে ফেরত চেয়ে দিল্লিকে চিঠি দিয়েছে ঢাকা। নয়াদিল্লি চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করলেও কোনো মন্তব্য করেনি।

এদিন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, সাবেক প্রধানমন্ত্রীকে ফেরাতে পারলে গণহত্যার বিচারকাজ আরও সহজ হবে।

৫ আগস্ট ঢাকার আশুলিয়ায় গুলি করে ৬ জনকে হত্যার পর প্রিজন ভ্যানে তুলে মরদেহ পোড়ানোর ঘটনায় সাবেক এমপি সাইফুল ইসলাম ও ৪ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন বিশেষ ট্রাইব্যুনাল বলেও জানান তিনি।

ঢালাও গ্রেফতার না করে প্রাথমিকভাবে শুধু মূলহোতাদের বিচারের মুখোমুখি করা হচ্ছে বলেও জানান অ্যাডভোকেট তাজুল ইসলাম।