• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৮-১২-২০২৪, সময়ঃ সকাল ১০:২০

ফিফার বর্ষসেরা পুরস্কার জিতলেন ভিনিসিয়ুস জুনিয়র



ক্রীড়া ডেস্ক►

ফিফার বর্ষসেরা পুরস্কার জিতেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র এবং বর্ষসেরা গোলকিপার হয়েছেন আর্জেন্টিনার এমিলিয়ানো মার্তিনেজ। এছাড়া আর্জেন্টাইন তরুণ ফুটবলার আলেহান্দ্রো গারনাচো জিতেছেন সেরা গোলের পুরস্কার।

বাংলাদেশ সময় বুধবার (১৮ ডিসেম্বর) রাতে কাতারের দোহায় এই পুরস্কার দেওয়া হয়।

ভিনিসিয়ুস জুনিয়র গত মৌসুমে রিয়ালের হয়ে তিনি ৩৯ ম্যাচ খেলে ২৪ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ১১টি গোল।

এক নজরে কে কোন পুরস্কার জিতলেন:

বর্ষসেরা পুরুষ: ভিনিসিয়ুস জুনিয়র

বর্ষসেরা নারী: আইতানা বোনমাতি

বর্ষসেরা পুরুষ কোচ: কার্লো আনচেলত্তি

বর্ষসেরা নারী কোচ: এমা হেইস

বর্ষসেরা পুরুষ গোলকিপার: এমিলিয়ানো মার্তিনেজ

বর্ষসেরা নারী গোলকিপার: অ্যালিসা নায়েহার

পুসকাস অ্যাওয়ার্ড: আলেহান্দ্রো গারনাচো

মার্তা অ্যাওয়ার্ড: মার্তা

ফিফা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড: থিয়াগো মাইয়া

ফিফা ফ্যান অ্যাওয়ার্ড: গিলের্মে গানদ্রা মউরা

বর্ষসেরা পুরুষ দল: এমিলিয়ানো মার্তিনেজ, দানি কারভাহাল, রুবেন দিয়াস, আন্তোনিও রুডিগার, উইলিয়াম সালিবা, জুড বেলিংহাম, রদ্রি, টনি ক্রুস, লামিনে ইয়ামাল, আর্লিং হলান্ড, ভিনিসিয়ুস জুনিয়র।