- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ১৭-১২-২০২৪, সময়ঃ সকাল ১০:৪৭
গাজায় ইসরায়েলি হামলা চলছেই, নিহত ৪৫ হাজার ছাড়াল
মাধুকর ডেস্ক►
ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর নৃসংশ হামলা চলছেই। সাম্প্রতিক হামলায় গাজার কামাল আদওয়ান হাসপাতালে কমপক্ষে ১০টি বোমা ফেলা হয়েছে, বেইত লাহিয়ায় হামলায় মারা গেছে দুজন, শাতি শরণার্থী শিবিরে হামলায় নিহত হয়েছে চারজন।
এ ছাড়া গাজা শহরের বিভিন্ন স্থানে হামলায় মারা গেছে আরও পাঁচ ফিলিস্তিনি। গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত ৪৫ হাজার ছাড়িয়ে গেছে। খবর আলজাজিরার।
এ আগে বেইত হানুন এলাকায় একটি স্কুলে ইসরায়েলি হামলায় ৪৩ জন ফিলিস্তিনি নিহত হওয়ার পর ইউএনআরডব্লিউএ পরিচালিত একটি স্কুলেও হামলা হয়। এই হামলায় নিহত হয় আরও কমপক্ষে ২০ জন।
এ ছাড়া গাজার উপকণ্ঠে দারাজ এলাকায় ইসরায়েলি বিমান বাহিনী যুদ্ধবিমানের হামলায় আটজন ফিলিস্তিনি নিহত হয়েছে। তবে আবাসিক ভবনের ওপর এসব হামলায় ১০ জন মারা গেছে বলে জানিয়েছে আল কুদস নেটওয়ার্ক ও আল মানার টেলিভিশন।
ইসরায়েলি বাহিনী রিমোট কন্ট্রোলার নিয়ন্ত্রিত কোয়াডকপ্টারের মাধ্যমে গাজায় হামলা চালানো আরও জোরদার করেছে। গাজার হাসপাতালগুলোতে ড্রোন থেকে করা হামলায় আহত রোগী ক্রমাগত বাড়ছে।
রোববার খান ইউনিস শহরে জাতিসংঘ পরিচালিত আহমাদ বিন আব্দুল আজিজ স্কুলে ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় কমপক্ষে ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহতদের পার্শ্ববর্তী আল-নাসের হাসপাতালে পাঠানো হয়েছে।
গত বছরের ৭ অক্টোবরের পর থেকে গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৪৫ হাজার ২৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে সেখানকার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়। হামলায় আহত হয়েছে আরও এক লাখ ছয় হাজার ৯৬২ জন।