• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৬-১২-২০২৪, সময়ঃ সকাল ০৯:৫৪

যুক্তরাষ্ট্র থেকে সুখবর দিলেন প্রভা



বিনোদন ডেস্ক ►

বিজ্ঞাপনচিত্র ও নাটকে অভিনয় করে খুব অল্প সময়ের মধ্যেই দর্শকদের মনে জায়গা করে নেন সাদিয়া জাহান প্রভা। এরপর হয়ে পড়েন তুমুল ব্যস্ত। তবে নানান কারণে সেই পথচলায় হঠাৎ ছন্দপতন হয়। হয়ে পড়েন অভিনয়ে অনিয়মিত। কিন্তু ভক্তদের জন্য যথাসাধ্য থেকেছেন সামাজিকমাধ্যমে সরব। বর্তমানে মার্কিন মুলুকে অবস্থান করছেন প্রভা।

এদিকে নিউইয়র্কে অনুষ্ঠিত ‘এটিভি ইউএসএ আইকনিক অ্যাওয়ার্ড’-এ সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন প্রভা। সস্প্রতি নিউইয়র্কের ম্যারিয়ট হোটেলে এক জমকালো আয়োজনে এর ষষ্ঠ আসর অনুষ্ঠিত হয়েছে।

সম্মাননা প্রাপ্তি প্রসঙ্গে নিউইয়র্ক থেকে প্রভা বলেন, যেকোনো পুরস্কারই নিজের কাজকে চ্যালেঞ্জ করে। অর্থাৎ এগিয়ে যাওয়ার নতুন তাড়না তৈরি করে যে, আমাকে এর চেয়ে আরও দিগুণ ভালো করতে হবে। দায়িত্ববোধ বেড়ে যায়। আমাকে মূল্যায়ন করার জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ।

সর্বশেষ যে নাটকে অভিনয় করেছেন প্রভা, তাও এ বছরের শুরুর দিকে। এরপর আর নতুন নাটকে দেখা যায়নি তাকে। একটা সময় খবর পাওয়া যায়, নিজেকে নতুন পরিচয়ে হাজির করতে গেছেন যুক্তরাষ্ট্রে। রূপসজ্জাশিল্পী হিসেবে দেখতেই তার সেখানে যাওয়া। পাশাপাশি পরিবারকে সময় দেওয়া।

এদিকে, ‘দ্য মেকআপ একাডেমি’ থেকে রূপসজ্জার ওপর একটি কর্মশালা করেছেন অভিনেত্রী। এরই মধ্যে সফলভাবে কোর্সটি শেষ করেছেন। কাজের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন সনদপত্রও। প্রভা জানালেন, নিউইয়র্কের এ প্রতিষ্ঠানটি বিশ্বজুড়ে পরিচিত।

দেড় যুগেও বেশি সময় ধরে শোবিজে কাজ করছেন সাদিয়া জাহান প্রভা। শুরুর দিকে তুমুল ব্যস্ততায় দিন পার করলেও এখন নিজের ইচ্ছায় কাজটা অনেক কমিয়ে দিয়েছেন। বিজ্ঞাপনচিত্রে কাজ করে প্রভা সবার নজর কাড়েন। এরপর নাটক, টেলিছবিতে কাজ করে ব্যস্ত সময় পার করেছেন। এখন তিনি নিজেকে আর সেভাবে অভিনয়ে ব্যস্ত রাখেন না। মাঝেমধ্যে মন চাইলে, গল্প পছন্দ হলে নতুন নাটক বা টেলিছবির শুটিং করেন। আবার মাঝেমধ্যে ওটিটিতেও দেখা যায়।

প্রভার ভাষায়, অভিনয়ের জন্য অনেক স্ক্রিপ্টই তো আসে, কিন্তু অনেক সময় নিজের সঙ্গে আপস করতে পারি না। এরপরও যাচাই-বাছাই শেষে কোথাও ঘুরতে যাওয়ার আগে মনে হয় যে এবার আমার কাজ করতে হবে। নতুন বছরের শুরুর দিকে তার দেশে ফেরার কথা রয়েছে। ফিরেই নতুন অবতারে কাজ শুরু করবেন বলে দূর দেশ থেকে জানিয়েছেন সুন্দরী এই হাস্যোজ্জ্বল অভিনেত্রী।

প্রসঙ্গত, ২০০৫ সালে মডেলিংয়ের মাধ্যমে শোবিজে পা রাখেন প্রভা। এরপর একের পর এক নাটকে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নেন তিনি।