• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৫-১২-২০২৪, সময়ঃ বিকাল ০৩:৩৮

ক্রেডিট অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম সিডিএফের কমিটি গঠন



মাধুকর ডেস্ক

দেশের ক্ষুদ্রঋণ সংস্থাগুলোর শীর্ষ সংগঠন ক্রেডিট অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরামের (সিডিএফ) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের মিডিয়া বাজার কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেনারেল বডির ৩৫ জন সদস্য উপস্থিত ছিলেন।

সিডিএফের চেয়ারম্যান মুর্শেদ আলম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিগত বছরের কার্যক্রম পর্যালোচনা, নিরীক্ষা প্রতিবেদন এবং ২০২৩-২০২৪ ও ২৪-২৫ সালের বাজেট ও কর্মপরিকল্পনা অনুমোদন করা হয়। সভা শেষে আগামী তিন বছরের জন্য সিডিএফের গভর্নিং বডির নির্বাচন অনুষ্ঠিত হয়।

এতে পিপলস্ ওরিয়েন্টেড প্রগ্রাম ইমপ্লিমেন্টেশনের (পপি) নির্বাহী পরিচালক মুর্শেদ আলম সরকারকে চেয়ারম্যান, বিজ-এর চিফ অপারেটিং অফিসার ইকবাল আহাম্মদকে ভাইস চেয়ারম্যান এবং দিশা স্বেচ্ছাসেবী আর্থ-সামাজিক উন্নয়ন ও মানবিক কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মো. রবিউল ইসলামকে ট্রেজারার নির্বাচিত করা হয়।

এনজিও জোটের এ নির্বাচনে সদস্য নির্বাচিত হয়েছেন টিএমএসএসের নির্বাহী পরিচালক প্রফেসর ড. হোসনে আরা বেগম, ইন্টিগ্রেডেট ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জহিরুল আলম, এসকেএস ফাউন্ডেশনের নির্বাহী প্রধান রাসেল আহম্মেদ লিটন, পিদীম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মি. এডভিন বরুন ব্যানার্জী, ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্টের (দিশা) নির্বাহী পরিচালক মো. সহিদ উল্লাহ্ এবং আম্বালা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আরিফ সিকদার।