• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৪-১২-২০২৪, সময়ঃ সকাল ১০:২৫

শুটিংয়ে আহত অপূর্ব, পাভেল ও তাসনিয়া ফারিণ



বিনোদন ডেস্ক ►  

ওয়েব ফিল্ম ‘হাউ সুইটর শুটিং চলাকালে স্কুটি দুর্ঘটনায় আহত হয়েছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব, সাইদুর রহমান পাভেল এবং অভিনেত্রী তাসনিয়া ফারিণ। আহত অবস্থায় তাদের রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার দুপুরে জিন্দা পার্কে শুটিংয়ের সময় এ দুর্ঘটনা ঘটে। ওয়েব ফিল্মটির নির্মাতা কাজল আরেফিন অমি সামাজিকমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

ফেসবুকে কাজল আরেফিন অমি লেখেন, আমাদের ‘হাউ সুইটর একটি দৃশ্য শুটিং করার সময় স্কুটি দুর্ঘটনায় পাভেল, তাসনিয়া ফারিণ এবং অপূর্ব ভাই কিছুটা আহত হন। দ্রুত হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার জানান তারা এখন পুরোপুরি সুস্থ।

তিনি আরও লেখেন, আপাতত তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শিগগিরই তারা শুটিংয়ে ফিরতে পারবেন বলে আশা করা যাচ্ছে। তিনি সবার কাছে দোয়া প্রার্থনা করেন। প্রিয় তারকাদের দুর্ঘটনার খবর শুনে অমির স্ট্যাটাসে উদ্বেগ প্রকাশ করেছেন ভক্তরা। দ্রুত আরোগ্যের প্রত্যাশায় মন্তব্য করছেন তারা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, দুর্ঘটনা গুরুতর না হওয়ায় অভিনেতা-অভিনেত্রীদের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে। তিন বছর আগে ওয়েব ফিল্ম ‘ট্রল’-এ জিয়াউল হক অপূর্বর সঙ্গে অভিনয় করেছিলেন তাসনিয়া ফারিণ। এরপর নাটকে অভিনয় করলেও ওটিটিতে আর দেখা যায়নি এই জুটিকে। তিন বছর পর ‘হাউ সুইট’র মাধ্যমে ওয়েব কনটেন্টে জুটি বেঁধে কাজ করছেন তারা।

গেল নভেম্বরে শুরু হয় ‘হাউ সুইটর শুটিং। বরিশাল ছাড়াও ঢাকা ও দেশের কয়েকটি দৃষ্টিনন্দন লোকেশনে এর দৃশ্যধারণ করা হচ্ছে। এতে একটি রোমান্টিক ও একটি আইটেম গান। ফারিণ নয়, আইটেম গানে দেখা যাবে অতিথি শিল্পীকে। ২০২৫ সালের ভালোবাসা দিবস উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাবে ‘হাউ সুইট’।